রক্তদান সেবা সমসাময়িক চিকিৎসা ও স্বাস্থ্য পরিচর্যার একটি অপরিহার্য অংশ। ব্লাড ম্যানেজমেন্ট একটি চ্যালেঞ্জিং কাজ হিসাবে স্বীকৃত হয়েছে এবং এটি জীবনকেও বাঁচায়। তথ্য ও কম্পিউটার প্রযুক্তির উন্নয়নের মাধ্যমে এ ধরনের বড় চ্যালেঞ্জ যথেষ্ট উপশম হয়েছে। ই-ব্লাড ব্যাঙ্ক হল একটি সমন্বিত ব্লাড ব্যাঙ্ক অটোমেশন সিস্টেম। এই ওয়েব ভিত্তিক মেকানিজম দেশের সকল রক্তদাতাকে একক নেটওয়ার্কে সংযুক্ত করতে সক্ষম। এই ই-ব্লাড ব্যাংকের ডাটাবেজটি জনসাধারণকে আঙুলের ডগায় রক্তের প্রাপ্যতার অবস্থা সহজে অ্যাক্সেস করতে সাহায্য করবে; যাতে তিনি একটি নির্দিষ্ট ব্লাড গ্রুপের জন্য নিকটবর্তী ব্লাড ডোনারকে খুঁজে পেতে সাহায্য করবে এবং একটি মূল্যবান জীবন বাঁচাতে ভুমিকা রাখতে পারেন।
রক্ত দিন জীবন বাঁচান। এই স্লোগানকে সামনে রেখে আপনিও এখানে রেজিষ্ট্রেশনের মাধ্যমে আমাদের ই-ব্লাড ব্যাংক এর ডাটাবেজে নিজের তথ্য রাখতে পারবেন। আপনার এক ব্যাগ রক্তদান একজন মানুষের জীবনে বিশেষ ভুমিকা রাখতে পারে। বিনিময়ে আপনি পেতে পারেন একটি পরিবারের মুখে হাসি ফোটাবার অনাবিল আনন্দ।