উদ্দেশ্য ও লক্ষ্য


সেফ বাংলাদেশ ফাউন্ডেশন একটি অরাজনৈতিক, অলাভজনক স্বেচ্ছাসেবী বেসরকারী সংস্থা। দেশব্যাপী সেল্ফ মোটিভেশনের মাধ্যমেস সমাজ কল্যাণ , মানবসম্পদ উন্নয়ন এবং বাংলাদেশের জেলা, মহানগর, থানা, ইউনিয়ন ও গ্রাম পর্যায়ে স্বেচ্ছাসেবী সদস্য, উপকারভোগী সদস্য/কর্মী সৃষ্টি করে অসহায়, দুঃস্থ, দরিদ্র, এতিম, পরিত্যক্ত, প্রবঞ্চিত, অবহেলিত, অত্যাচারিত, অনুন্নত, বেকার ও সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর জীবনধারা উন্নয়ন তথা সুস্থ ও সমৃদধশালী হিসেবে গড়ে তুলতে বা সহায়তা করতে সেবা, শিক্ষা, প্রশিক্ষণ, সেমিনার, কর্মশালা, গবেষনা অথবা অন্য কোনো বৈধ পদ্ধতি অবলম্বনের মাধ্যমে বিভিন্ন কর্মমূচী গ্রহন ও বাস্তবায়ন করা।
আমরা আশা করি, দেশে ”স্বেচ্ছাসেবক” সৃষ্টি করার লক্ষে আমাদের এ প্রয়াস জনগনের মধ্যে ব্যাপক সাড়া জাগাতে সক্ষম হবে। আপনার স্বেচ্ছাভিত্তিক অংশগ্রহণ ও সহযোগিতা আমাদের একান্ত কাম্য।

 উদ্দেশ্য ও লক্ষ্য
 উদ্দেশ্য ও লক্ষ্য
 উদ্দেশ্য ও লক্ষ্য
 উদ্দেশ্য ও লক্ষ্য
 উদ্দেশ্য ও লক্ষ্য